অবশেষে একদিন (দীপক কর্মকার)

দীপক কর্মকার



অবশেষে 
একদিন 
মনে হতে পারে
সব কিছু 
ভুল ছিল 
                                
যাকে শুধু ভাবো আপন, আর সবি পর
যার আদি থেকে অন্ত, সবি মনোহর
একদিন মনে হতে পারে, 
সে নয় তো আপন
বেঁধেছিলে যে বাঁধন
আসলে 
তা 
ভুল ছিল ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ




  1. কারার ঐ লৌহকপাট,
    ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
    রক্ত-জমাট
    শিকল পূজার পাষাণ-বেদী।
    ওরে ও তরুণ ঈশান!
    বাজা তোর প্রলয় বিষাণ!
    ধ্বংস নিশান
    উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।


    গাজনের বাজনা বাজা!
    কে মালিক? কে সে রাজা?
    কে দেয় সাজা
    মুক্ত স্বাধীন সত্যকে রে?
    হা হা হা পায় যে হাসি,
    ভগবান পরবে ফাঁসি!
    সর্বনাশী
    শিখায় এ হীন তথ্য কে রে!

    উত্তরমুছুন