প্রেম ( তসলিমা নাসরিন )

যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য,
চুলে মুখে রং মাখতে হয়,
গায়ে সুগন্ধি ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে
সাজতে হয়,
যদি তলপেটের মেদ,
যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা
করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্যকিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো
যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল, অসুন্দরই থাক,
সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয় !
এতো যে পুরুষ দেখি চারিদিকে, কই, প্রেমিক
তো দেখি না।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. একেবারেই বাস্তব কথা। অসাধারণ। প্রিয় লেখিকাকে অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন