বিজ্ঞাপন

সুপ্রিয় পাঠক, শিল্প-কারখানা নামক এই শিল্প-সাহিত্য নির্ভর ওয়েবসাইটটি যে সকল পরিকল্পনা নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল তা বাস্তবায়নে প্রয়োজন অর্থের যোগান। একজন-দুজন পৃষ্ঠপোষকই যথেষ্ট আমাদের এই ওয়েবসাইটটির মান উন্নয়ন ও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চাইলে প্রদর্শন করতে পারেন আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনও।

আমাদের এই ওয়েবসাইটটি মূলত শিল্প সাহিত্য নিয়ে। আমাদের পাঠকগণও শিল্প সাহিত্যের পাঠক। শিল্প-সাহিত্য সংশ্লিষ্ট বা যে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে।

নতুন লেখকদের বই, নতুন পত্রিকা, সাহিত্য, সমিতি বা যে কোন ধরনের বিজ্ঞাপনের জন্য আমাদের ওয়েবসাইটটি উৎকৃষ্ট।

আমাদের ওয়েবসাইটটি পুরাতন হলেও হলেও এর কার্যক্রম বেশী দিন ধরে শুরু হয় নি। বর্তমানে আমাদের ওয়েবসাইটটিতে মাসে প্রায় সত্তুর হাজার (৭০০০০) ভিউ আসে। 

শিল্প-কারখানা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। 

বিস্তারিত জানতে মেইল করুনঃ shilpokarkhana@gmail.com
Phone: 01701-278447


বিঃদ্রঃ বিজ্ঞাপনের জন্যঃ 

  • ন্যুনতম এক মাসের জন্য বিজ্ঞাপন দিতে হবে ।
  • অবশ্যই প্রি পেইড করতে হবে । 
  • বিজ্ঞাপন আপনারা তৈরী করে দিতে পারেন কিংবা আমাদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দ্বারা তৈরী করে দেওয়া যাবে ।
  • বিজ্ঞাপনের সাইজ ২০০x200, ২৫০ x ২৫০ , ৩০০ x ৩০০, ২০০ x ৬০০, ২৫০ x ৬০০ হলে ভাল হয় ।  
  • যেকোন সাইজের বিজ্ঞাপনের জন্যেই সমান মূল্য নির্ধারণ করা হয়েছে ।
  • একই জায়গায় পাঁচ দিন পরপর নতুন বিজ্ঞাপন দিতে পারবেন, সেক্ষেত্রেও মূল্যের কোন হেরফের হবে না । 
  • এডাল্ট কনটেন্ট, নেশা জাতীয় দ্রব্য এবং সমাজের জন্য বিপজ্জনক এরকম বিজ্ঞাপন দেওয়া যাবে না। কোন বিজ্ঞাপন প্রকাশের পরে যদি তা শিল্প-কারখানা কর্তৃপক্ষের নিকটে অগ্রহণযোগ্য হয় তবে তা অপসারণ করা হবে এবং বাকী দিনের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ।
  • বর্তমান সময়ে আমাদের ওয়েবসাইটের দৈনিক ভিউয়ের উপর নির্ভর করে বিজ্ঞাপনের মূল্য নির্ধারন করা হবে। ভিউ বৃদ্ধি পেলে বিজ্ঞাপনের প্রদর্শনের মূল্য বৃদ্ধি করা হবে । মূল্য বৃদ্ধি হলে রিনিউ করার আগে জানিয়ে দেওয়া হবে ।
নমুনা বিজ্ঞাপনঃ 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ