অলিম্পিক চার বছর পর পর হয় কেন?

আপনি জানেন কি অলিম্পিক চার বছর পর পর হয় কেন? শুধু অলিম্পিক না, খেয়াল করলে দেখে থাকবেন বিশ্বের সব গুরুত্বপূর্ণ ক্রীড়া আসরই চার বছর পর পর হয়। এর কারন কী?

Image result for অলিম্পিক

এর কারন জানতে হলে আপনাকে ঘুরে আসতে হবে একটু পিছন থেকে। একটু পিছন মানে প্রাচীন কাল থেকে, সাথে ঘুরে আসতে হবে মহাকাশ।

Image result for venus
শুক্র (ভেনাস)

আমাদের সৌরজগতের একটি গ্রহ হলো শুক্র। এই শুক্র বা ভেনাস গ্রহটি প্রতি আট বছরে তার যে জায়গা পরিবর্তন করে সেটা একটা নিখুঁত পেন্টাকলের মতো। পেন্টাকল হলো একটি খৃস্টীয় প্রতীক যা কিনা প্রকৃতি পূজার সাথে সম্পর্কিত। প্রাচীন কালের মানুষেরা এই ভেনাস এবং এর নিখুঁত পেন্টাকলের জন্য  একে সুন্দর, নিখুঁত  ও যৌনজ ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত করল।

Image result for পেন্টাকল
পেন্টাকলের চিত্র
এমনকি অলিম্পিকের প্রতীকের এই যে পাঁচটি রিং এটাও পেন্টাকলের পাঁচটি তারাকে নির্দেশ করে।
 
ভেনাস গ্রহের এই পেন্টাকলের অর্ধচক্র পালনের উদ্দেশেই চার বছর পর পর অলিম্পিক খেলার আসর বসে থাকে। অলিম্পিকের সাথে মিল রেখেই অন্যান্য খেলার বিশ্ব আসর সমূহ চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ